মিঠুন এর রোড শো ঘিরে জনজোয়ার , হাজার হাজার মানুষের ভীড় : পদ্ম শিবিরে উচ্ছ্বাস

28th March 2021 3:38 pm বাঁকুড়া
মিঠুন এর রোড শো ঘিরে জনজোয়ার , হাজার হাজার মানুষের ভীড় : পদ্ম শিবিরে উচ্ছ্বাস


দেবব্রত মন্ডল ও তৌসিফ আহমেদ ( বাঁকুড়া ) :  ফের গেরুয়া শিবিরের হয়ে ভোট প্রচারে বাঁকুড়ায় এলেন 'মহাগুরু' মিঠুন চক্রবর্ত্তী। রবিবার ইন্দাস বিধানসভা বিজেপি প্রার্থী নির্মল ধাড়ার হয়ে এক রোড শো তে অংশ নেন তিনি। সদ্য বিজেপিতে নাম লেখানো মিঠুন চক্রবর্ত্তী এদিন হেলিকপ্টারে ইন্দাসে পৌঁছান। পরে ইন্দাস হাই স্কুল মোড় থেকে সিনেমা তলা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার একটি হুড খোলা গাড়িতে চেপে রোড শো করেন তিনি। সুপারস্টার মিঠুনের ইন্দাস আসার খবরে তখন দীর্ঘ পথ জুড়ে তাঁর অনুরাগীদের ভীড়। সকলে চাইছেন মিঠুন চক্রবর্ত্তীকে একটিবার কাছে পৌঁছাতে, একটিবার চোখের দেখা দেখতে। সেকারণেই অনেককে বাড়ির ছাদ, কার্ণিশ এমনকি গাছের ডালে উঠে বসে থাকতে দেখা গেছে। আর যা তারা পারেননি তারা তাঁর দিকে ছুঁড়ে দিয়েছেন ফুলের মালা। ভক্তদের নিরাশ না করে তা লুফে নিয়ে নিয়ে গলায় পরে নিয়েছেন মিঠুন। 

 এদিনের এই কর্মসূচীতে মিঠুন চক্রবর্ত্তী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ, ইন্দাসে দলের প্রার্থী নির্মল ধাড়া প্রমুখ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।